দৈনিক বাংলাদেশের আলোর পটুয়াখালী প্রতিনিধি নিয়াজ মোর্শেদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ এপ্রিল, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি নিয়াজ মোর্শেদ সেলিম এর প্রথম মৃত্যুবার্ষিকী।
গত বছর এই দিনে ঢাকার মুগদা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর হঠাৎ চলে যাওয়া শুধু সাংবাদিক সমাজেই নয়, পটুয়াখালী জেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছিল।
নিয়াজ মোর্শেদ সেলিম দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতা করেছেন নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে। তিনি ছিলেন সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক। স্থানীয় সমস্যা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসচেতনতামূলক প্রতিবেদন প্রকাশে তিনি ছিলেন সদা সোচ্চার।
তার সহকর্মীরা জানান, সেলিম ছিলেন একজন সদালাপী, মানবিক ও সহানুভূতিশীল মানুষ। সংবাদপত্রের পেশাদারিত্ব রক্ষা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি ছিলেন অগ্রগামী।
আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারবর্গ ও সাংবাদিক সমাজ।
বিআলো/তুরাগ



