ধানমন্ডিতে আরেক বাসায় চুরি

ধানমন্ডিতে আরেক বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক: বাসা ফাঁকা পেয়ে রাজধানীতে আরও একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। ওই বাসা থেকে ৪-৫ ভরি সোনাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরেরা।

ঈদের ছুটিতে রাজধানী হাতিরঝিলের মহানগর প্রকল্পের একটি বাসায় চুরি হয় গত মঙ্গলবার রাতে। এর রেশ কাটতে না কাটতেই বুধবার আবার ধানমন্ডি থানাধীন ১৩/এ আবাহনী মাঠের পাশের বাসায় চুরির ঘটনা ঘটেছে। 

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বৃহস্পতিবার চুরির তথ্য নিশ্চিত করেছেন। তিনি টেলিফোনে যুগান্তরকে বলেন, ওই বাসার দোতলায় শামিমা রহমান নামে বয়স্ক এক নারী থাকতেন। ঈদের ছুটিতে বাসা ফাঁকা ছিল।  বুধবার সন্ধ্যায় তিনি বাসায় এসে দেখেন মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বাসার ভেতরে সব কিছু এলোমেলো অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি টিম কাজ করছে। বাসাটি থেকে কী কী চুরি হয়েছে তা আমরা জানার চেষ্টা করছি। কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে বলা যাবে।

জানা যায়, ধানমন্ডি থানাধীন ১৩/এ আবাহনী মাঠের পাশে ৪৪নং আটতলা ভবনের এ-১ ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে। বাসার জানালার গ্রিল কেটে চোর ঘরে প্রবেশ করে। ফ্ল্যাটের মালিক শামিমা রহমান বনানীর আরেকটি বাসায় থাকেন। তিনি মাঝেমধ্যে এ বাসায় আসেন। বাসাটি অধিকাংশ সময় খালি থাকে।

বিআলো/শিলি