ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সদস্য সচিবের বিরুদ্ধে এনসিপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ
বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের দাবি
বরিশাল ব্যুরো: বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের এক সাবেক নেত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তের নাম সুয়ান আল তালুকদার (২৪)। তিনি বর্তমানে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ বরিশাল বিভাগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। এছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সক্রিয় সদস্য ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী তরুণী বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের পর অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। একপর্যায়ে অভিযুক্ত বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন। সর্বশেষ গত ১১ অক্টোবর নগরীর সদর রোডের একটি আবাসিক হোটেলে জোরপূর্বক ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ধারণকৃত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরবর্তীতে ভুক্তভোগীকে একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
সবশেষ ১৭ ডিসেম্বর নবগ্রাম রোড এলাকায় বিয়েতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে হেলমেট দিয়ে আঘাত করার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম দৈনিক বাংলাদেশের আলো-কে বলেন, “আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণ মামলা তো! ট্র্যাকিং করে যদি লোকেশন আইডেন্টিফাই করতে পারি তাহলে অ্যারেস্ট করে ফেলব।”
বিআলো/তুরাগ



