ধানমন্ডিতে উদ্বোধন হলো “Balleza by Tanisha”
নিজস্ব প্রতিবেদক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাত ধরে যাত্রা শুরু করলো আধুনিক সৌন্দর্যচর্চা ও স্বাস্থ্যসচেতনতার সমন্বয়ে গড়ে ওঠা নতুন বিউটি পার্লার ও ফিটনেস জিম “Balleza by Tanisha”। রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে রঙিন আলোকসজ্জার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফিতা কেটে উদ্বোধন করেন অপু বিশ্বাস। এ সময় প্রতিষ্ঠানের কর্ণধাররা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম, দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব এবং Miss & Mrs. Elegance Bangladesh-এর সিইও মো. ইকবাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার, বিউটি প্রেজেন্টের বিজয়ী মডেলসহ দেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগাররা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
“Balleza by Tanisha”—তে একই ছাদের নিচে থাকছে প্রিমিয়াম স্কিন কেয়ার ও ফেসিয়াল, হেয়ার কেয়ার, স্পা ও কালারিং, ব্রাইডাল ও পার্টি মেকওভার এবং আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ফিটনেস জিমের সুবিধা। নারী ও পুরুষের জন্য রয়েছে পৃথক সেকশন এবং প্রশিক্ষিত বিউটিশিয়ান ও ট্রেইনারদের তত্ত্বাবধানে সার্ভিস প্রদান করা হবে। উদ্বোধন উপলক্ষে রাখা হয়েছে বিশেষ ডিসকাউন্ট ও প্যাকেজ অফার, যা সীমিত সময়ের জন্য চালু থাকবে।
অনুষ্ঠান শেষে অপু বিশ্বাস বলেন, “আজ নারী-পুরুষ উভয়েই স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে সচেতন। Balleza by Tanisha ঠিক সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের নতুন যাত্রার জন্য শুভকামনা।”
প্রতিষ্ঠানটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
বিআলো/এফএইচএস



