ধ্বংসস্তূপের মাঝে গাজায় গণবিয়ের আনন্দ
dailybangla
03rd Dec 2025 10:53 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: দুই বছরের যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝে গাজায় একসঙ্গে ৫৪ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। খান ইউনিসে মঙ্গলবারের এই অনুষ্ঠান যুদ্ধাহত গাজাবাসীর জীবনে এক বিরল আনন্দঘন মুহূর্ত এনে দেয়।
নবদম্পতি ইমান হাসান লাওয়া ও হিকমাত লাওয়া বলেন, যুদ্ধের সব ভয়াবহতা সত্ত্বেও তারা নতুন জীবন শুরু করতে চান। গাজার বেশিরভাগ মানুষই বাস্তুচ্যুত; খাদ্য, পানি, আশ্রয়ের সংকট এখনো তীব্র।
ইমান জানান, তিনি যুদ্ধে তার বাবা-মাসহ বহু স্বজনকে হারিয়েছেন। তবুও এই বিয়ে তাকে নতুনভাবে বাঁচার শক্তি দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের মানবিক সংস্থা ‘আল ফারেস আল শাহিম’ এই গণবিয়ের আয়োজন করেছে এবং নবদম্পতিদের জন্য আর্থিক সহায়তাও দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ৭০ হাজারের বেশি মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ আহত হয়েছে। সূত্র: এপি, ডেইলি সাবাহ
বিআলো/শিলি



