নওগাঁ-৩ আসনে বিএনপিতে যোগ দিলেন ৭০০ সনাতন ধর্মাবলম্বী পরিবার
এ.বি.এস রতন, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় আবারো প্রায় ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলকে ভালোবেসে এবং ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করে তারা স্বেচ্ছায় এ দলে যোগ দেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জগপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতাদের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এর আগে ৬ নভেম্বর শুরকালি মাঠে আয়োজিত আরেক অনুষ্ঠানে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার বিএনপিতে যোগ দিয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল।
সভায় সভাপতিত্ব করেন মিঠাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম। উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, নওগাঁ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ কুমার কুন্ডুসহ স্থানীয় নেতাকর্মীরা।
যোগদানকারী সনাতন ধর্মাবলম্বীরা বলেন, অনেক বছর বিএনপিকে ভোট দেওয়ার সুযোগ পাননি তারা। ফজলে হুদা বাবুল এলাকাবাসীর খোঁজখবর রাখেন বলেই তাকে এমপি হিসেবে দেখতে চান। তারা স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক দাবিও তুলে ধরেন।
ফজলে হুদা বাবুল বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে কাজ করে। যেসব পরিবার স্বেচ্ছায় যোগ দিয়েছে, তাদের তিনি স্বাগত জানান। তিনি বলেন, তার জীবদ্দশায় কোনো সনাতনী পরিবারের প্রতি অবিচার হতে দেবেন না।
তিনি আরও বলেন, বদলগাছী ও মহাদেবপুরের প্রায় সব সনাতন ধর্মাবলম্বীই এবার ধানের শীষে ভোট দেবেন। তিনি এমপি হলে তাদের শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দেবেন।
বিআলো/ইমরান



