• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁয় ২৩ বছর পর কারাবন্দির মুক্তি জেলা প্রশাসকের উপহারে মোদির দোকান  

     dailybangla 
    19th Aug 2025 5:08 pm  |  অনলাইন সংস্করণ
    নওগাঁ প্রতিনিধি: ৫০ বছর বয়সী দুলাল হোসেন বয়স। বিয়ের পাঁচ মাসের মাথায় স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এরপর হত্যা মামলায় ২৩ বছর সাজা ভোগ করে চলতি বছরের ২ জুলাই মুক্তি পান তিনি। ওই মামলায় ২৫ বছর বয়সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন দুলাল।
    সোমবার দুপুরে দুলাল হোসেনকে নতুন একটি মুদি দোকান উপহার দেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। দীর্ঘ সময় তার জীবন থেকে হারিয়ে গেছে অনেক কিছু। তবে জেলের ভেতরেই গড়ে তোলেন আরেক পৃথিবী। কারাগারের শৃঙ্খলা মেনে চলা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করায় মুক্তির পর নিজ গ্রামে নতুন মুদি দোকান পেলেন দুলাল।  দুলাল হোসেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের বাসিন্দা। দুলাল হোসেন বলেন, “পারিবারিক কলহের জেরে স্ত্রী আত্মহত্যা করে।
    পরে শ্বশুরের দেওয়া হত্যা মামলায় ২০০২ সালে জেল হয় তার। সেই মামলায় ২৫ বছর বয়সে যাবজ্জীবন জেল হয় তার। এরপর ১৪ বছর রাজশাহী জেলা কারাগারে বন্দিদের (সিআইডি) হিসেবে কাজ করেন। বন্দিরা গোপনে কি পরিকল্পনা করছে- তা দেখাশোনা করতেন তিনি। পরে নওগাঁ জেলা কারাগারে আসেন তিনি।” তিনি আরও বলেন, “মামলা চলাকালে আদালতে তাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। উকিল খরচ ও মামলার অন্যান্য ব্যয় মেটাতে গিয়ে পরিবারের শেষ সম্বল জমিও বিক্রি করে দিতে হয়েছে। খরচ চালাতে ব্যর্থ হয়ে একসময় বিচারের আশা ছেড়ে দেন স্বজনরা।” একটা সময় জেলখানায় তাকে আর কেউ দেখতেও আসত না।
    মাঝে মাঝে মা আয়েশা কিছু টাকা দিয়ে আসলেও তিনি তা খরচ করতেন না। এসব কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পরেন দুলাল।তবে দায়িত্বশীল আচরণ ও শৃঙ্খলা মেনে চলার কারণে কারাগারে সুনাম ছিল দুলালের। এভাবেই কারাগারে ২৩ বছর পার হয় তার। জেল থেকে মুক্ত হয়ে আগামী জীবনে কি করে চলবেন, তা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েন দুলাল। জীবনের এ পর্যায়ে এসে সহযোগিতা ছাড়া সমাজে আর প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। তাই জেল থেকে ছাড়া পাওয়ার আগে বিকল্প কর্মসংস্থান হিসেবে মুদি দোকান করবেন বলে ঠিক করেন তিনি। এরপর সেই আবদার তুলে ধরেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়ালের কাছে। দুলালের মা আয়েশা বলেন, “ছেলেকে ফিরে পেয়ে আমি খুবই খুশি। আমার ছেলেকে একটি বাড়ি তৈরি করে দিলে মাথা গোঁজার ঠাই হবে।” জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “সমাজে প্রতিটি মানুষের সুন্দরভাবে বাঁচার অধিকার ও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন থাকে। দুলালের জীবন থেকে ২৩টি বছর ঝড়ে গেছে। দুলাল হোসেন আগামীতে যাতে কোনো অপরাধে জড়িয়ে না পড়েন, সে জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। আজকে দুলালকে মুদি দোকান উপহার হিসাবে দেওয়া হয়েছে।
    বিআলো/ইমরান
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930