নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নড়াইল প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলার লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত রবিবার বিকেলে কোটাকোল বায়তুল ফালাহ দখিল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবী ড.এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
কোটাকোল ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিএমএ রকিব টুনুর সভাপতিত্বে শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল, লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম শাহীন বিপ্লব, বিএনপি নেতা আবু হায়াত সাবু, মো. মুছা মোল্যা, বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওহিদুজ্জামান, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক মো. নবীর হোসেন, সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা মহিলাদলের সেক্রেটারি সালেহা বেগম।
ওমর ফারুক খানের সঞ্চালনায় এ সময় বিশিষ্ট রাজনীতিবিদ শরীফ মুনীর হোসেন, মো. আনোয়ার হোসেন খান, মোল্যা বদিয়ার রহমানসহ উপজেলা বিএনপি, কৃষকদল, মহিলাদল,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ দোয়া অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা কৃষকদলের প্রয়াত সভাপতি মো. খায়রুজ্জামান আলমেরও রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রধান অতিথি ড.এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অমর প্রতীক। তার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গেছে। খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন এবং তারেক রহমানের নেতৃত্বে আগামির বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান তিনি। খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন তিনি ও উপস্থিত নেতা-কর্মীরা।
বিআলো/আমিনা



