নতুন গল্পে শুরু হচ্ছে নিরব-পরীমনির ‘গোলাপ’
dailybangla
12th Dec 2025 10:37 am | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: দীর্ঘ বিলম্বের পর পরিচালক সামছুল হুদা জানালেন, নতুনভাবে সাজানো গল্প নিয়ে আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে নিরব ও পরীমনি অভিনীত রাজনৈতিক থ্রিলার ‘গোলাপ’- এর শুটিং।
শুরুর ঘোষণা এসেছিল বছর শুরতেই, কিন্তু গল্পসংক্রান্ত জটিলতার কারণে শুটিং বারবার পিছিয়ে যায়। পরিচালক জানান, পুরো টিমের সঙ্গে আলোচনার পর কাহিনি নতুনভাবে সাজানো হয়েছে এবং শুটিং শুরুর প্রস্তুতি চলছে।
ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা কেন্দ্র করে নির্মিত হচ্ছে এ থ্রিলারটি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনিক বিশ্বাস, আর এটি তৈরি হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে।
পরিচালক জানান, অভিনেত্রী পরীমনি, নিরবসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। প্রযোজনা প্রতিষ্ঠানের অনুমতি মিললেই শুটিংয়ের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
বিআলো/শিলি



