নতুন প্রজেক্টে কলকাতায় ফারিণ, মুখ খুললেন সীমিতভাবে
dailybangla
02nd Nov 2025 3:38 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: ঢাকার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আবারও নজর দিচ্ছেন কলকাতার সিনেমায়।
সম্প্রতি টালিগঞ্জে এক চলচ্চিত্রের প্রিমিয়ারে দেখা যায় তাকে, যা নতুন প্রজেক্টের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।
কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারিণ বলেন, নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে তার একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। তবে তিনি এখনই বিস্তারিত জানাতে রাজি নন।

ঢাকায় ‘ফাতিমা’ ও ‘ইনসাফ’ দিয়ে রুপালি পর্দায় সফল যাত্রার পর ফারিণ বলেন, দুই বাংলার কাজের ধরনে কিছু পার্থক্য থাকলেও ভাষা, সংস্কৃতি ও আবহ প্রায় একই।
বিআলো/শিলি



