• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নতুন যুগে গুগলের স্মার্ট ঝলক 

     dailybangla 
    28th May 2025 11:11 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার পর অবশেষে এলো গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫। ক্যালিফোর্নিয়ার শোরলাইন অ্যাম্পিথিয়েটারে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রথম দিনেই গুগল দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে তাদের বিপ্লবী অগ্রগতি।

    বিশেষ করে জেমিনির আপডেট, ভিডিও-ইমেজ জেনারেশন প্রযুক্তি, নতুন এজেন্টিক এআই এবং এআই ইন্টিগ্রেটেড গুগল অ্যাপ্লিকেশন, সব মিলিয়ে গুগলের এ বছরের আয়োজন যেন ভবিষ্যতের প্রযুক্তির একটি বাস্তব ঝলক।

    গুগলের সিইও সুন্দর পিচাইয়ের মূল বক্তৃতায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গুগলের নিজস্ব এআই মডেল ‘জেমিনি’র নতুন সংস্করণ। জেমিনি ২.৫ প্রো-তে ‘ডিপ থিংক’ নামে একটি ফিচার যোগ হয়েছে, যা জটিল যুক্তি বিশ্লেষণে পারদর্শী। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ড্রাইভ, জিমেইল এমনকি ওয়েব ব্রাউজিংয়েও জেমিনির সহায়তা নিতে পারবেন।

    শুধু তাই নয়, ম্যাক ও উইন্ডোজ ডেস্কটপেও ক্রোম ব্রাউজারে জেমিনিকে পাওয়া যাবে, যা ওয়েব পেজ বিশ্লেষণ করে সরাসরি উত্তর দিতে পারবে।

    গুগল জানিয়েছে, বর্তমানে জেমিনি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারী ৪০০ মিলিয়নের বেশি। এবার গুগল জেমিনি লাইভের ঘোষণা দিয়েছে, যা ফোনের ক্যামেরা ও স্ক্রিনের মাধ্যমে রিয়েল-টাইমে এআইয়ের সঙ্গে কথোপকথনের সুযোগ দেবে। আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ ফিচার শিগগিরই উন্মুক্ত হচ্ছে। এতে ইউজাররা নিজেদের চারপাশে কী ঘটছে, তা ক্যামেরার মাধ্যমে জেমিনিকে দেখাতে পারবেন, আর এআই সরাসরি প্রতিক্রিয়া জানাবে।

    ভিডিও ও চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে গুগল এবারে দেখিয়েছে প্রকৃত বিপ্লব। ‘ভিও ৩’ মডেল টেক্সট প্রম্পট থেকেই রিয়েলিস্টিক ভিডিও বানাতে পারে, যেখানে ঠোঁট মেলানো, সংলাপ এবং অডিও মিল থাকবে।

    অন্যদিকে, ‘ফ্লো’ নামের এআইভিত্তিক টুল চলচ্চিত্র নির্মাতাদের টেক্সট থেকে দৃশ্য, চরিত্র এমনকি সিনেমার প্লটও তৈরি করে দিতে সক্ষম। ইমেজ জেনারেশনের জন্য গুগল এনেছে ‘ইমেজেন ৪’। এটি আগের ভার্সনের চেয়ে ১০ গুণ দ্রুত এবং সূক্ষ্ম উপাদান যেমন কাপড়ের বুনট, পানি বা পশুর লোমের মতো বিষয়গুলো নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে।

    পেশাদারদের জন্য গুগল চালু করেছে ‘গুগল এআই আলট্রা’ নামের সাবস্ক্রিপশন পরিষেবা। এর মাধ্যমে ব্যবহারকারীরা জেমিনি ২.৫ প্রো’র ডিপ থিংক মোড, ভিও ৩ ভিডিও জেনারেটর, ফ্লো ভিডিও এডিটর এবং গবেষণার জন্য ‘নোটবুকএলএম’ ব্যবহারের সুবিধা পাবেন।

    এছাড়া রয়েছে ইউটিউব প্রিমিয়াম, গুগল ফটোস ও ড্রাইভ মিলিয়ে ৩০ টেরাবাইট স্টোরেজ এবং এআই-চালিত ইমেজ এডিটর ‘হুইস্ক’ ব্যবহারের সুযোগ।

    প্রযুক্তির আরেক বিস্ময় হলো ‘প্রজেক্ট মেরিনার’-গুগলের এজেন্টিক এআই, যা ব্যবহারকারীর নির্দেশনায় ওয়েবসাইটে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে টিকিট কেনা বা অনলাইনে বাজার করার মতো কাজ সম্পন্ন করতে পারে। এটি যেন ভবিষ্যতের ডিজিটাল সহকারীর এক ঝলক।

    গুগল আই/ও ২০২৫ কেবল একটি প্রযুক্তি সম্মেলন নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল জীবনের ভবিষ্যতের রূপরেখা। গুগল তার প্রতিটি ঘোষণায় প্রমাণ করেছে, তারা শুধু প্রতিযোগিতা নয়, নতুন সম্ভাবনার দিকেই এগোচ্ছে। অও, ভিডিও, যোগাযোগ, এন্টারপ্রাইজ টুলস ও ডিভাইস ইন্টিগ্রেশনের এ যুগে গুগল যেন এক কথায় প্রযুক্তির গেমচেঞ্জার।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031