নতুন রূপে প্রিয়াংকা: রাজামৌলির ‘গ্লোবট্রটার’-এ মন্দাকিনী
বিনোদন ডেস্ক: হলিউডে প্রতিষ্ঠিত হওয়ার পর আবারও ভারতীয় পর্দায় ফিরছেন প্রিয়াংকা চোপড়া; রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত ‘গ্লোবট্রটার’-এ ‘মন্দাকিনী’ রূপে প্রথম ঝলক প্রকাশের পর সামাজিক মাধ্যমে চলছে প্রশংসার জোয়ার।
বলিউড-হলিউড দুই দিকেই সফল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এবার দক্ষিণী কিংবদন্তি নির্মাতা এসএস রাজামৌলির সঙ্গে কাজ করছেন। ‘গ্লোবট্রটার’ ছবিতে তার চরিত্র ‘মন্দাকিনী’-র প্রথম ঝলক প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে ভক্ত ও সহকর্মীদের প্রশংসা ছড়িয়ে পড়ে।
হলুদ শাড়ি পরে বন্দুক তাক করা লুকে দেখা গেছে প্রিয়াংকাকে- যা তার আগের কোনো চরিত্রের সঙ্গে মিল নেই। পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, “যা দেখা যাচ্ছে, তা কেবল শুরু- মন্দাকিনীকে স্বাগত জানাও।”
নিক জোনাস থেকে রণবীর সিং- সবাই তার নতুন লুক দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। প্রথম ঝলক প্রকাশের ঘণ্টা কয়েকের মধ্যেই প্রিয়াংকা এক্স-এ প্রশ্নোত্তর সেশন চালান, যেখানে তিনি তেলেগু ভাষা শেখার অভিজ্ঞতা এবং সিনেমা নিয়ে তার উত্তেজনার কথা জানান।
পরিচালক এসএস রাজামৌলি তাকে ‘ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে পরিচিত করে তোলা শিল্পী’ হিসেবে প্রশংসা করে জানিয়েছেন, দেশে তার প্রত্যাবর্তন বড় ঘটনা এবং দর্শকরা মন্দাকিনীর আরও রূপ দেখার অপেক্ষায় আছে।
বিআলো/শিলি



