নদীভাঙনের ধাক্কা : ঘাস কাটতে গিয়ে নিখোঁজ কৃষক জয়নাল
মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলের কারখানা নদীতে ঘাস কাটতে গিয়ে মো. জয়নাল সন্নামত (৭০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া লঞ্চঘাটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ জয়নাল সন্নামত ওই এলাকার মৃত আজমের আলী সন্নামতের বড় ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালেই জয়নাল সন্নামত ছোট ভাই আয়নাল সন্নামতকে নিয়ে নদীর পাড়ে ঘাস কাটতে যান। কিছুক্ষণ পর আয়নাল বাজারে গেলে জয়নাল ঘাসের আটা নিয়ে বাড়ির পথে রওনা হন। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি।
আয়নাল সন্নামত বলেন, “দুপুরে আমরা একসঙ্গে কাজ শুরু করি। আমি বাজারে গেলে ভাই একা ঘাস নিয়ে বাড়ির দিকে যায়। ফিরে এসে না পেয়ে নদীর পাড়ে যাই। দেখি ঘাসের আটা ভাসছে, আর জমিটা দেবে গেছে। মনে হচ্ছে নদীভাঙনে ভাই পড়ে গেছে।”
স্থানীয়রা জানান, ওই এলাকায় নদীভাঙন প্রতিদিনই তীব্র হচ্ছে। আকস্মিকভাবে তীর দেবে যাওয়ায় কৃষিজমি, ঘরবাড়ি ও মানুষের চলাচল ঝুঁকিতে পড়েছে।
বিকেল পর্যন্ত খোঁজাখুঁজি, মাইকিং ও আশপাশের এলাকা তল্লাশি করা হলেও জয়নাল সন্নামতের কোনো সন্ধান মেলেনি। স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
বিআলো/ইমরান



