নভেম্বরের শেষ সপ্তাহে বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা
বিআলো ডেস্ক: নভেম্বরের শেষদিকে দেশে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, কয়েকদিনের বৃষ্টিবিরতির পর মাসের শেষ সপ্তাহে আবারও সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরে বাতাসের চাপ ও আর্দ্রতার পরিবর্তনে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠতে পারে এবং উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
এদিকে, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব কিছুটা বেড়েছে। তবে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে দক্ষিণ দিকের উষ্ণ বায়ুপ্রবাহের কারণে শীতের তীব্রতা সামান্য কমতে পারে বলে জানায় পর্যবেক্ষক দলটি।
বিডব্লিউওটির পূর্বাভাসে আরও বলা হয়, আগামী এক সপ্তাহে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যদিও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে। মাসের শেষ দিকে উভয় তাপমাত্রাই কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে নভেম্বরের বাকি সময় জুড়ে তীব্র শীতের সম্ভাবনা কম, বরং ডিসেম্বরের শুরুতেই অনুভূত হতে পারে প্রকৃত শীত।
বিআলো/শিলি



