নির্বাচনী সংঘাত এড়াতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ

নির্বাচনী সংঘাত এড়াতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ

সুমন সরদার: নির্বাচনী সংঘাত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা। 

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পুলিশ কমিশনার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। যে কোনো প্রকার নির্বাচনী সংঘাত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর।

বিআলো/ইলিয়াস