নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় হামলা, প্রার্থীসহ আহত ৩০
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-২ (পলাশ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেনের নির্বাচনী সভায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ সভায় হামলায় প্রার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
জামায়াতের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বিএনপি-নামধারী সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালায়। তাঁতী দলের সভাপতি বখতিয়ার হোসেন বখতী ও যুবদলের সাইফুল ইসলামের নেতৃত্বে ৫০–৬০ জন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার কারণে জনসভা পণ্ড হয়ে যায়।
গুরুতর আহত মাওলানা আমজাদ হোসেনসহ সাতজনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জামায়াতের তিনজন কর্মী এখনও নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে। পরে জামায়াত নেতাকর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনার পর বুধবার রাতেই জেলা জামায়াত কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। সন্ধ্যায় শহরে এক প্রতিবাদ মিছিলও বের করে সংগঠনটি।
বিআলো/ইমরান



