নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৪, আহত শতাধিক
হলধর দাস, নরসিংদী: নরসিংদীতে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন জেলার ছয়টি উপজেলায় শতাধিক মানুষ।
নরসিংদী সদর উপজেলার গাবতলি এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে চাপা পড়ে নিহত হয় ওমর ফারুক (১২) ও তার বাবা দেলোয়ার হোসেন (৩৭)। তাদের ঢামেকে নেওয়ার পর মৃত্যু হয়।
পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের কাজম আলী (৭৫) মাটির দেয়াল চাপায় মারা যান। ডাঙ্গায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাসির উদ্দিন নামে আরও একজনের মৃত্যু ঘটে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার ভুলাবো (মাধবদীর নিকটবর্তী) এলাকায়, ভূমির প্রায় ১০ মাইল গভীরে।
ভূমিকম্পের সময় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন বাড়িঘর ছেড়ে দ্রুত সড়কে বের হয়ে আসে। উলোধ্বনি ও আতঙ্কিত চিৎকারে একসময়ে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বড় কোনো ভবন ধসে না পড়লেও জেলার বহু বাড়ি–ঘরে ছোট-বড় ফাটল দেখা গেছে।
ভূমিকম্পের সময় ভবন থেকে নামতে গিয়ে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক ব্যক্তি আহত হন। নরসিংদী সদর হাসপাতাল, জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
ঘটনার পর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আহতদের খোঁজখবর নেন। নরসিংদী পুলিশ সুপার মো. মেনহাজুল আলমও বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ভূমিকম্পে বিভিন্ন স্থানে আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং একাধিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত। তিনি জানান, দুর্যোগে সাধারণ মানুষের নিরাপত্তায় জেলা পুলিশ কাজ করছে।
পলাশ থানার ওসি মনির হোসেন কাজম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআলো/ইমরান



