নরসিংদীর মানুষ ভূমিকম্প আতঙ্কে দিন কাটাচ্ছে
হলধর দাস, নরসিংদী: নরসিংদীর মানুষ ভূমিকম্প আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। কখন আবার ভূমিকম্প হবে, সেই ভয়ে তারা শঙ্কাগ্রস্থ। শুক্রবার মাঝারি মাত্রার ভূমিকম্পের পর গত শনিবার আরও তিনবার ভূমিকম্পে কেঁপে উঠেছে সমগ্র জেলা। আতঙ্কের কারণে মানুষ শনিবার রাতেও ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এসে রাত যাপন করেছে।
নরসিংদী শহরের মানুষ আতঙ্কগ্রস্ত এবং কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় রয়েছে। ঘরবাড়ি লুটপাটের আশঙ্কা থাকলেও কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নীহার রঞ্জন দাস জানান, শুক্রবারের ভূমিকম্পের পর ইনস্টিটিউটের চতুর্থ ও পঞ্চম তলায় ফাটল দেখা দিয়েছে। তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। ভূমিকম্পের পর শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে আছেন।
রবিবার (২৩/১১/২০২৫) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ভূমিকম্পে জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। জেলা প্রশাসক বলেন, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তা জানানো হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ কলিমুল্লাহ, নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম প্রমুখ।
বিআলো/ইমরান



