নলছিটিতে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ
মো. রাশেদ খান মিঠু, নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটি উপজেলার ৭ নম্বর নাচনমহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম খোকনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন স্থানীয় সাধারণ জনগণ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভকারীরা প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পর নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলাকা ত্যাগ করেন। এরপর প্যানেল চেয়ারম্যান হিসেবে মোঃ শাহ আলম খোকন দায়িত্ব গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করে পরিষদ পরিচালনা করছেন।
বিক্ষোভকারীদের দাবি, ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা ট্যাক্সের একটি বড় অংশ সরকারি কোষাগারে জমা না দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ না করেই ভুয়া ভাউচারের মাধ্যমে বরাদ্দকৃত সরকারি অর্থ উত্তোলন ও আত্মসাৎ করা হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ জনগণ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
স্থানীয়রা আরও জানান, কয়েক মাস আগে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নামতে হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা।
বিআলো/ইমরান



