নলছিটিতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
মো. রাশেদ খান মিঠু,নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়াও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ডিসেম্বর ) বিকেল ৪টায় উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ মাঠে দপদপিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান নান্টু মল্লিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম বাদল খন্দকার, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নাসির শিকদার, দপদপিয়া ইউনিয়ন বিএনপি যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল সিকদার, দপদপিয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ কাজল সমাজদ্দার, দপদপিয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ ইকবাল মল্লিক, দপদপিয়া ইউনিয়ান বিএনপির স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ রিমন মল্লিক, উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ সজিব খন্দকার, দপদপিয়া ইউনিয়ান যুবদল নেতা মোঃ জসিম হাওলাদার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



