নলছিটির ১০টি ইউনিয়নে একই সময়ে বিএনপির গণমিছিল
dailybangla
11th Nov 2025 2:52 pm | অনলাইন সংস্করণ
মো.রাশেদ খান মিঠু,নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একযোগে ১০টি ইউনিয়নে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার দশ ইউনিয়নে বিএনপির মূল দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্রোর পক্ষে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাদের দাবি, এই গণজোয়ার আসন্ন নির্বাচনে জয়ের সুস্পষ্ট বার্তা দিচ্ছে।
বিআলো/ইমরান



