নাইজেরিয়ায় খ্রিষ্টানদের অস্তিত্ব হুমকির মুখে: ট্রাম্প
dailybangla
01st Nov 2025 10:12 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর ব্যাপক নিপীড়ন চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটিকে ‘ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায়’ যুক্ত করার ঘোষণা দিয়েছেন। সূত্র: আল জাজিরা
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, “নাইজেরিয়ায় খ্রিষ্টানদের অস্তিত্ব হুমকির মুখে। হাজার হাজার খ্রিষ্টানকে হত্যা করা হচ্ছে।” এ পরিস্থিতির জন্য তিনি উগ্র ইসলামপন্থিদের দায়ী করেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাইলি মুর, টম কোলসহ প্রতিনিধি পরিষদের অর্থ বরাদ্দ কমিটিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তালিকায় চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশ ‘বিশেষ উদ্বেগের’ তালিকায় রয়েছে।
বিআলো/শিলি



