• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ 

     dailybangla 
    15th Jul 2025 8:18 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে জেলার বাস্তবায়িত কর্মসূচি, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

    ১৫ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ বছরের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ খাতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন বলে জানান তিনি।

    দায়িত্ব গ্রহণের পর ছয় মাসে তার বাস্তবায়িত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো—জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ, গ্রীন এ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচীর অধীনে ১ লক্ষ গাছ রোপণ, ৮ জোড়া কমিউটার ট্রেন চালু, ২ টি রেল ক্রসিং মেরামত, পানাম সিটি রেপ্লিকা নির্মাণ, সার্কিট হাউজ ফোয়ারা নির্মাণ, চারদশক পর মীর জুমলা রোড উদ্ধার, ভিক্টোরিয়া হাসপাতালে NICU স্হাপন, ৩০০ শষ্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ডেঙ্গুর কীট বিতরণ, হুইল চেয়ার বিতরণ এবং ইর্মাজেন্সি ইউনিট সংস্কার, সার্কিট হাউজ এর পিছনের রাস্তা উদ্ধার ও সংস্কার,চাষাড়া মোড়ে সিসি ক্যামেরা স্হাপন, ১২৫ ট্রাক ব্যানার / ফেস্টুনসহ ময়লা আবর্জনা পরিস্কার, হাজীগঞ্জ দূর্গ পরিস্কার -পরিচ্ছন্ন, ট্র্যাকসেলের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ, My Gov Platform -চালু,”কেবল নয় ফলাফলমুখী শিক্ষা, বিকশিত হোক মানবতার দীক্ষা ” স্লোগানে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মশালা, নারায়ণগঞ্জ আইন কলেজের ওয়াশ ব্লক ও পানির ব্যবস্হা,শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ/ড্রেস/খেলাধূলার সামগ্রী বিতরণ, ২০টি লাইব্রেরীতে ৫৯ ধরনের বই বিতরণ ও পেট্রোল পাম্পগুলোতে নো হেলমেট নো ফুয়েল স্হাপন।

    চলমান প্রকল্প বিষয়ে তুলে ধরেন – ঈদগাহ নির্মাণ, খাল খনন ও জলাবদ্ধতা নিরসন, ১৭ কি মি খাল উদ্ধার, ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ১০ বেডের ICU চালু,কালেক্টরেট মসজিদ ও কালেক্টরেট স্কুল ভবন নির্মাণ, ড্রাইভার- হেলপারদের ডাটাবেইস তৈরী এবং নির্দিষ্ট পোষাক ও আইডি কার্ড প্রদান,যানজট নিরসনে ০৮ টি পয়েন্ট নির্ধারণ এবং অটোরিক্সা এলাকাভিত্তিক রং নির্দিষ্টকরণ। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয় তুলে তুলে ধরে বলেন,নারায়ণগঞ্জের প্রবেশমুখে গেট অব ডান্ডি নির্মাণ, ডিসি পার্ক আধুনিকায়ন,ওসমানী পৌর স্টেডিয়ামে গ্যারারী নির্মাণ ও পঙ্খীরাজ খাল পুনঃসংস্কার। তার এ কর্মসূচির আলোকে গণমাধ্যম ব্যক্তিরা তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।

    পরিশেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমি এ জেলায় কতদিন দ্বায়িত্ব পালন করতে পারবো জানি না, তবে যতদিন থাকবো আমার একার পক্ষে কোন কাজ সফল ভাবে করা সম্ভব নয়, তাই আপনাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করি।

    উক্ত মিট দ্যা প্রেস এর আয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031