• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নানা আয়োজনে বরিশালে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত 

     dailybangla 
    05th Aug 2025 8:03 pm  |  অনলাইন সংস্করণ

    এইচ আর হীরা,বরিশাল ব্যুরো: বরিশালে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। মঙ্গলবার (৫ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী পালন করা হয় ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’।

    সকালে বাকেরগঞ্জ উপজেলার চড়াদী গ্রামে শহিদ মো. শাওন শিকদারের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে সকাল ৯টায় নগরীর আমতলা মোড়ে ‘জুলাই গ্রাফিতি’ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রায়হান কায়সার। তিনি বলেন, “আমরা একটি শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে লড়েছি। সেই সংগ্রামের ফসল এখন দৃশ্যমান। নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, আমাদের দায়িত্ব হলো সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।” সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান—শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, আলোচনা সভা এবং একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দিন, এবং পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।

    আলোচনা সভার শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ৩০ জন শহিদের পরিবার এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ৩৮৯ জন যোদ্ধাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা তাঁদের বক্তব্যে ‘জুলাই বিপ্লব’কে স্বাধীনতা-পরবর্তী সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ গণআন্দোলন হিসেবে উল্লেখ করেন এবং এটি থেকে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। এদিন ব্রজমোহন কলেজে শহিদ তাহিদুল ইসলাম জাদুঘরের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. তাজুল ইসলাম।

    কলেজ ক্যাম্পাসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নগরীতে ইসলামি ছাত্র শিবির একটি র‍্যালি বের করে দিবসটির তাৎপর্য তুলে ধরে। এছাড়া অশ্বিনী কুমার হলে বাসদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যৌথ সমাবেশ এবং কেন্দ্রীয় শহিদ মিনারে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এখন আর শুধু একটি তারিখ নয়,এটি হয়ে উঠেছে গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার আদায়ের প্রতীক। বরিশালে পালিত এবারের দিবসটি ছিল স্মরণ, সম্মান এবং প্রত্যয়ের মেলবন্ধন। আগামী দিনগুলোতেও এই চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা সবার।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930