• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নান্দাইলে ১৫১ জন কার্ডধারী ভিজিএফের চাল পাননি 

     dailybangla 
    21st Jun 2024 5:54 am  |  অনলাইন সংস্করণ

    কামরুজ্জামান রুবেল, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে ১৫১ জন দলীয় কার্ডধারীদের ভিজিএফ চাল প্রদান না করার অভিযোগ পাওয়া গেছে।

    গত বৃহস্পতিবার বিকালে বীর বেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী নূর খান শাহরিয়ার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের বিষয়টি জানান।এ সময় সেখানে দলীয় অন্যান্য নেতা-কর্মীসহ চাল বঞ্চিত ভিজিএফ কার্ডধারীরাও উপস্থিত ছিলেন।

    ১ নং বীর বেতাগৈর ইউপি উপজেলার সর্ব পশ্চিমে প্রত্যন্ত এলাকায় অবস্থিত। গত ১৫ জুন ইউপি ভবনের অস্থায়ী কার্যালয়ে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়। কিন্তু দলীয় ৩২৬ কার্ডধারী যথাসময়ে সেখানে গিয়ে হাজির হন। তাদের মধ্যে ৬. ৭. ৮ নং ওয়ার্ডের ১৫১ জন কার্ডধারীকে চাল প্রদান না করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

    আলী নূর খান শাহ- রিয়ার জানান, তিনি ইউনিয়ন আ.লীগের সভাপতি। দলীয় কার্ডধারীরা চাল বঞ্চিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুত্রের পাশাপাশি সভাপতি হিসেবে অনেকেই তার নামে বদনাম ছড়াচ্ছেন যা কোনক্রমেই কারোর কাম্য হতে পারে না। সেখানে উপস্থিত চাল বঞ্চিত আশরাফ মিয়া, শাহিন মিয়া জানান, তাদের বাড়ি থেকে চাল বিতরণের জায়গা অনেক দূরে অবস্থিত। আসা যাওয়ার ভাড়া বাবদ প্রতিজনে ৮০ টাকা করে খরচ হলেও তারা চাল আনতে পারেন নি।

    বীর কামটখালী গ্রামের অন্ধ কার্ডধারী খোকন মিয়া জানান, তিনি প্রতি বারই চাল পান কিন্তু এবার ঈদে চাল আনতে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন। চৈতনখালী গ্রামের বিধবা খুর্শেদা, বীর কামটখালী গ্রামের দুলাল মিয়া জানান, চাল তো পানইনি উল্টো চেয়ারম্যানের লোকজনের ঘাড় ধাক্কা খেতে হয়েছে। এ বিষয়ে বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন সরকার জানান, ওইদিন যারা এসেছেন তাদের সবাইকে চাল দেওয়া হয়েছে। তবে কয়েকটি ওয়ার্ডের লোকজন চাল নিতে আসেননি। পরে কর্তৃপক্ষ ও দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে নতুনদের তালিকা তৈরি করে সেই চাল বিতরণ করা হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031