নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলের নেতা–কর্মীরা। বিএনপি ও দলের কর্মীদের ‘চাঁদাবাজ’ আখ্যা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা–কর্মী অংশ নেন।

বিক্ষুব্ধ নেতারা অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আজহারুল ইসলাম মান্নান দলের নেতা–কর্মীদের ‘চাঁদাবাজ’ হিসেবে বিদ্রুপমূলক মন্তব্য করেছেন। পরে সেই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রচারিত হয়। এসব মন্তব্য দলীয় ইমেজ ক্ষুণ্ন করেছে বলে দাবি করেন তারা।
নেতারা আরও বলেন, বিতর্কিত মন্তব্যের মাধ্যমে প্রার্থী মান্নান দলের ভাবমূর্তি নষ্ট করেছেন। এ কারণে তার মনোনয়ন বাতিল করে দলের প্রতি নিবেদিত, সুশিক্ষিত ও যোগ্য অন্য কোনো মনোনয়নপ্রত্যাশীকে প্রার্থী করার দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে নেতা–কর্মীরা প্রার্থিতা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিতে শিমরাইল এলাকা ঘুরে মহাসড়কে মিছিল করেন।
বিআলো/এফএইচএস



