নারায়ণগঞ্জ-৫: ফুটবল মার্কা হাতে নির্বাচনে লড়বেন মাকসুদ হোসেন
dailybangla
21st Jan 2026 10:55 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন ফুটবল মার্কা নিয়ে ভোটের মাঠে নামতে যাচ্ছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আজ (২১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব রায়হান কবির তাকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন।
মাকসুদ হোসেন তার নির্বাচনী প্রচারণায় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরবেন। এই আসনে নির্বাচনী লড়াই কেমন হবে, তা এখন রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ ভোটারদেরও নজর কেড়েছে।
ফুটবল মার্কা হাতে প্রতিদ্বন্দ্বিতায় নামা মাকসুদ হোসেন আশা করছেন, তিনি নির্বাচনী প্রচারণায় জনগণের মন জয় করতে পারবেন এবং নারায়ণগঞ্জ-৫ আসনের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন।
বিআলো/তুরাগ



