নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে গড়ে তুলব: দিপু ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি জেলার শিল্পকারখানাগুলোতে অন্তত ৩০ শতাংশ স্থানীয় নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শহরের নারায়ণগঞ্জ ক্লাবে এনসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দিপু ভূঁইয়া বলেন, “আমরা কারখানা মালিকদের সঙ্গে কথা বলছি, যেন নারায়ণগঞ্জের অন্তত ৩০ শতাংশ মানুষকে চাকরি দেওয়া হয়। এর মাধ্যমে আমরা এই জেলা থেকে বেকারত্ব দূর করতে চাই।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পাট ও জামদানি শিল্পকে ঘিরে রপ্তানিমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির লক্ষ্যে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন ভাষা শেখানোর মাধ্যমে প্রবাসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
নারায়ণগঞ্জ দেশের মোট জিডিপিতে প্রায় ৮ শতাংশ অবদান রাখছে উল্লেখ করে দিপু ভূঁইয়া প্রশ্ন তোলেন, “এত বড় অবদান রাখার পরও কেন নারায়ণগঞ্জ ‘বি’ ক্যাটাগরির জেলা হয়ে থাকবে? আমরা নারায়ণগঞ্জকে অবশ্যই ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে গড়ে তুলব।”
তিনি রাজউকের আওতার বাইরে এসে স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের আগ্রহ প্রকাশ করে বলেন, “নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ নামে একটি বোর্ড গঠন করা উচিত। আমরা রাজউকের আওতায় থাকতে চাই না। নারায়ণগঞ্জ যে পরিমাণ কর দেয়, সেই অর্থেই নারায়ণগঞ্জকে একটি আধুনিক মেট্রোপলিটন শহর হিসেবে গড়ে তুলতে হবে।”
বর্তমান যানজট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিপু ভূঁইয়া বলেন, “ট্রাফিক সমস্যার কারণে নারায়ণগঞ্জ কার্যত অচল হয়ে পড়েছে।” তিনি জানান, যানজট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে চেম্বারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জে মেট্রোরেল চালুর বিষয়ে রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি, যাতে জেলার মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসন এবং ঈদগাহ ময়দানের সৌন্দর্যবর্ধনে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করে দিপু ভূঁইয়া বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে আমরা নারায়ণগঞ্জ গড়ে তুলব। সুন্দর ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ার দায়িত্ব আমাদের সবার।”
বিআলো/তুরাগ



