• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন 

     dailybangla 
    22nd Nov 2025 9:28 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদ ও দ্রুত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে।

    মানববন্ধনে বক্তারা বলেন,  এক শ্রেণির উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়েজনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

    এসময় লেখক ও শিল্পী রফিউর রাব্বি অভিযোগ করে বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানকে ধূলিস্যাৎ করার চেষ্টা চলছে। বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করে পূর্বতন ফ্যাসিবাদী সরকারের দমন–নীতি ও ধারাবাহিকতার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। ভিন্নমত দমনের মাধ্যমে নির্বাসিত ফ্যাসিবাদকে ফেরানোর অপচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনি সুপান্থর। সাধারণ সম্পাদক দীনা তাজরীন সঞ্চালিত মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল, সিপিবির সাবেক জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাউল শিল্পী ফকির শাহজালাল, সাংস্কৃতিক সংগঠন উন্মেষের সভাপতি সুজয় রায় চৌধুরী বিকু, ছড়াকার আহমেদ বাবলু, বাসদের সংগঠক প্রদীপ সরকার এবং সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930