নারায়ণগঞ্জে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও মতবিনিময়
মনিরুল ইসলাম মনির, নারায়ণগঞ্জ: সুশাসনের জন্য নাগরিক- সুজন-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সভাপতি ধীমান সাহা জুয়েলের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বালুরমাঠের রূপসী বাংলা কনভেনশন হলে গিয়ে শেষ হয়।
দ্বিতীয় পর্বে আলোচনা সভায় বক্তারা নারায়ণগঞ্জের নানান নাগরিক সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল- জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসাসেবায় অনিয়ম-দুর্নীতি, নগরের যানজট সমস্যা, সরকারি দপ্তরে সেবা পেতে নাগরিকদের ভোগান্তিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।

আলোচনায় অংশ নেন- ৫০ ঊর্ধ্ব কফি হাউজ শেষবেলার সভাপতি সাংবাদিক মোঃ শাহ আলম, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক শফিকুর রহমান আরজু, বিশিষ্ট কবি ও সাহিত্যিক কাজী আনিসুর রহমান হীরা, মায়ের আঁচল সাহিত্য ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হারুনুর রশিদ হারুন, সৃষ্টির গ্রুপ থিয়েটার ও সেবা সংস্থার নির্বাহী সভাপতি আশাব উদ্দিন, সহ-সভাপতি এম আর হায়দার রানা, এডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক আশু,সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সহ-সম্পাদক সাবিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, প্রচার সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিংকুসহ নির্বাহী সদস্যরা।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- শফিকুর রহমান, রাকিবুল ইফতি, আজমাত মৃধা, জিয়াউর রহমান, হারুনুর রশিদ, মিজানুর রহমান সুমন, হুমায়ুন কবির প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী প্রত্যেকে সুন্দর ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে লিখিতভাবে তিনটি করে প্রস্তাবনা জমা দেন। শেষে সভাপতি ধীমান সাহা জুয়েল সমাপনী বক্তব্য প্রদান করেন এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন সম্পন্ন হয়।
বিআলো/শিলি



