২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার ২০২৫
মোঃ ইব্রাহিম হোসেন: আবাসন খাতের সবচেয়ে বড় ও বহুল প্রতীক্ষিত আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৫ আবারও রাজধানী ঢাকায় ফিরছে। নতুন স্বপ্নের ঠিকানা খুঁজতে, নিরাপদ বিনিয়োগের সুযোগ জানতে এবং আধুনিক আবাসন ধারণার সঙ্গে পরিচিত হতে আগামী ২৪ ডিসেম্বর থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁওয়ে মিলিত হচ্ছেন হাজারো ক্রেতা ও ডেভেলপার। চার দিনব্যাপী এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
রিহ্যাব ফেয়ার উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন রিহ্যাবের প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান। তিনি জানান, এবারের ফেয়ারে মোট ২২০টি স্টল থাকছে। এতে ৪টি ডায়মন্ড স্পন্সর, ৭টি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, পাশাপাশি ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান ও ১২টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যা এ আয়োজনকে আরও বৈচিত্র্যময় ও সমৃদ্ধ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট-২ ও রিহ্যাব ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস। এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এ আউয়াল (সাবেক এমপি), ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে সরকারের অন্যতম বড় সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে আবাসন শিল্প এবং একমাত্র প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান রিহ্যাব। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, মানসম্মত ও টেকসই আবাসন নিশ্চিত করতেই তিন দশকেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলো। তিনি বলেন, একটি ফ্ল্যাট শুধু বসবাসের জায়গা নয়, এটি সামাজিক অবস্থান ও ভবিষ্যৎ বিনিয়োগেরও প্রতীক।
অর্থনৈতিক প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, নতুন ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ আবাসন খাতে বিদ্যমান বহু জটিলতা ও বৈষম্য দূর করেছে। এসব সংস্কার রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে এবং দীর্ঘমেয়াদে আবাসন শিল্পকে স্থিতিশীল ও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এবারের ফেয়ারকে ঘিরে বিপুল দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছে রিহ্যাব। টানা তিন দিনের ছুটি থাকায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, এই ফেয়ার শুধুমাত্র একটি প্রদর্শনী নয়; বরং এটি ক্রেতা ও ডেভেলপারদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে একসঙ্গে অসংখ্য প্রকল্পের অবস্থান, মান, সুযোগ-সুবিধা ও বিনিয়োগ সম্ভাবনা যাচাই করার সুযোগ পাওয়া যায়।
রিহ্যাব ফেয়ার ২০২৫-এ ফ্ল্যাট ও প্লট কেনাবেচার পাশাপাশি থাকছে গৃহঋণ সুবিধা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের সরাসরি পরামর্শ, এবং আধুনিক ও মানসম্মত নির্মাণ উপকরণের প্রদর্শনী। ফলে একটি আবাসন কেনার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সব সিদ্ধান্ত একই জায়গায় বসেই নেওয়ার সুযোগ পাবেন আগ্রহী ক্রেতারা।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে রিহ্যাব। এটি ঢাকায় অনুষ্ঠিত ২৭তম রিহ্যাব ফেয়ার। পাশাপাশি চট্টগ্রাম ও বিদেশের বিভিন্ন দেশে সফলভাবে ফেয়ার আয়োজনের মাধ্যমে দেশীয় আবাসন শিল্পের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।
বিআলো/তুরাগ



