নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা সাময়িক বন্ধ
dailybangla
18th Dec 2025 10:07 am | অনলাইন সংস্করণ
কূটনৈতিক প্রতিবেদক: চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি-জেএফপি) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার ভারতীয় ভিসা সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, দুপুর ২টা থেকে কেন্দ্রটির কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় যাদের আবেদন জমা দেওয়ার কথা ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন সময়সূচি নির্ধারণ করা হবে।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে সেবা পুনরায় চালু হবে বলেও জানানো হয়েছে।
বিআলো/শিলি



