নির্ধারিত সময়ের আগেই কেপিএম থেকে ইসিতে গেল ৯১৪ টন কাগজ
আবদুল হাই খোকন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোসহ নির্বাচন কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের জন্য নির্ধারিত সময়ের আগেই কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড থেকে বাংলাদেশ স্টেশনারি অফিসের (বিএসও) মাধ্যমে নির্বাচন কমিশনে ৯১৪ টন কাগজ সরবরাহ করা হয়েছে। এসব কাগজের বর্তমান বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৮১ টাকা।
রোববার (১১ জানুয়ারি) সকালে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি ২০২৫–২০২৬ অর্থবছরে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো ও সংশ্লিষ্ট অন্যান্য কাজের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও) কর্ণফুলী পেপার মিলস থেকে ৯১৪ টন কাগজের চাহিদাপত্র দেয়। সেই চাহিদাপত্রের বিপরীতে নির্ধারিত সময়ের আগেই কাগজ সরবরাহ সম্পন্ন করেছে কেপিএম কর্তৃপক্ষ।
মোহাম্মদ শহীদ উল্লাহ আরও বলেন,
“২০২৫–২০২৬ অর্থবছরে সাড়ে তিন হাজার টন কাগজ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন বিএসও’র মাধ্যমে কেপিএম থেকে ব্রাউন, সবুজ ও গোলাপি রঙের কাগজের চাহিদা জানায়। আগামী ১৫ জানুয়ারির মধ্যে কাগজ সরবরাহের কথা থাকলেও আমরা ১১ জানুয়ারির মধ্যেই পর্যায়ক্রমে সম্পূর্ণ কাগজ সরবরাহ করেছি।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের পাশাপাশি বিএসও’র মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ মোট ১১টি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে আরও প্রায় ১ হাজার ২০০ টন কাগজ সরবরাহ করা হবে।
এ সময় কেপিএমের জিএম (কমার্শিয়াল) আব্দুল্লাহ আল মামুন, উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলাম এবং জিএম (এডমিন) আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।



