নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি বিচ্ছিন্ন এবং এটি সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন নয়।
সোমবার রাজধানীর গুলশানে যুব ভোটারদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, দেশে বড় ধরনের কোনো অবনতি হয়নি। মাঝেমধ্যে দু-একটি বিচ্ছিন্ন সহিংস ঘটনা ঘটে, যেমন সম্প্রতি হাদির ওপর হামলা। এ ধরনের ঘটনা অতীতেও ঘটেছে এবং এটি নতুন কিছু নয়।
তিনি অতীতের রাজনৈতিক সহিংসতার উদাহরণ টেনে বলেন, প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ঘটনাও আমরা দেখেছি। বাংলাদেশে এমন ঘটনা নতুন নয়।
নির্বাচন নিয়ে আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ নির্বাচন সবার অংশগ্রহণে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
বিআলো/শিলি



