• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচন প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

     dailybangla 
    16th Aug 2025 7:05 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ আগস্ট জাতীয় প্রোন ক্লাবে জহুর যোসেন চৌধুরী হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব এসএম আব্দুল লতিফ বলেন, কোটা গত বছর ৫ আগষ্ট জুলুমবাজ, দলীয় কায়েমী স্বার্থবাদী ক্ষমতাসীন দল ক্ষমতাচ্যুত হয়েছে ও দলীর প্রধানমন্ত্রীর দেশ ত্যাগের মাধ্যমে প্রায় দেড় যুগের কঠিন দুঃশাসনের অবসান ঘটেছে।

    এটি শুধুমাত্র কর্তৃত্ববাদী ক্ষমতাসীন একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সাময়িক সফল সংগ্রামই নয়; বরং তা প্রতিটি রাজনৈতিক দল ও যে কোনো অত্যাচারী ও বৈষম্যসৃষ্টিকারী বলয়ের জন্য এক দীর্ঘস্থায়ী সতর্কবার্তা ও সংশোধনের তাগিদ, তদুপরি ভবিষ্যৎ নেতৃত্ব উত্থানের শুভ ইঙ্গিত।

    এ সংগ্রামে যারা প্রাণ হারিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি, তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। স্বাগত ভাষণে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির সভাপতি জনাব মাওলানা মো. গোলাম আযম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র ও তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণা ও রাজনৈতিক অঙ্গনে তাদের অংশগ্রহণকে স্বাগত জানানো হয় এবং তাদের অংশগ্রহণে দেশের রাজনৈতিক ও সার্বিক কর্মকাণ্ডে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ প্রতিষ্ঠার আশা ব্যক্ত করা হয়।

    তিনি বলেন, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি প্রথম প্রতিষ্ঠা হয় ২০০৬ সালের ২রা জুন ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’ নামে। যথাযথ নিবন্ধন লাভের পর তারা হাতঘড়ি মার্কা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য ১০টি আসনে প্রার্থিতা ঘোষণা করে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য দলের মতো তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। অতঃপর ২০২১ সালের ২রা জুন ‘বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি (বিএনজেপি)’ নামে আত্মপ্রকাশ করে। যথানিয়মে ব্যাংক একাউন্ট করে পুনঃনিবন্ধন লাভের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে, যার সিরিয়াল নাম্বার ৩৮৮১।

    তারা ইতোমধ্যে কম ও বেশি ১০০টি আসনের প্রার্থিতা প্রাথমিকভাবে নির্ধারিত করেছে। স্থানীয় নির্বাচনে অংশ গ্রহণেরও প্রাথমিক সিদ্ধান্ত তাদের রয়েছে। অনেক জেলা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়নে যথাযথ রাজনৈতিক কার্যক্রম জারি রেখেছে।
    সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মাওলানা মো. গোলাম আযম, লিখিতি বক্তব্য পাঠ করেন উক্ত পার্টির মহাসচিব জনাব এস এম আব্দুল লতিফ।

    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মোছলেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে ড. রফিকুল ইসলাম মেহেদী, সিনিয়র এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, প্রফেসর ডা. ফখরুল ইসলাম, চেয়ারম্যান, ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল কলেজ, ঢাকা, শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী, মো. আব্দুল আহাদ মাদানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি, শামীম আহম্মেদ, সভাপতি, বাংলাদেশ আহলে হাদীস ছাত্র সমাজ, মোহাম্মদ আব্দুল অদুদ, সিনিয়র সাংবাদিক ও প্রিন্সিপাল আল-হেরা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, আলহাজ্ব মো. আলাউদ্দিন সরকার, উপদেষ্টা বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি, ইজি, ইলিয়াস হোসাইন, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি, আলহাজ্জ এম এ রায্যাক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এ এস পি, কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আহলে হাদীস ছাত্র সমাজ, ড. মুহাম্মদ আহমদুল্লাহ, সভাপতি, এম ফিল ফর ন্যাশনাল ডায়লগ এন্ড রিসার্চ-সি এন ডি আর, এড. মো. আইনুল হক, চেয়ারম্যান, সাপাহার সেন্ট্রাল হাসপাতাল, নওগাঁ, এম আই মারুফ পাটোয়ারী, চেয়ারম্যান বিন পাটোয়ারী গ্রুপ, প্রমুখ।

    অনুষ্ঠান পরিচালনা করেন যথাক্রমে মুহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল হক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও অধ্যাপক মুহাম্মদ আব্দুল মোমেন, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930