নির্বাচন সামনে রেখে অস্ত্র ও সন্ত্রাস দমনে কড়া নির্দেশ ইসির
বিআলো প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন ভবনে রোববার সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
সভা সূত্র জানায়, নির্বাচনী পরিবেশ শান্ত ও নিরাপদ রাখতে ইসির অধীনে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিমসহ বিভিন্ন কমিটি গঠন করা হলেও মাঠপর্যায়ে তাদের কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় কার্যকর হচ্ছে না। বিষয়টি তুলে ধরে দ্রুত সমন্বয় জোরদার করার নির্দেশ দেয় কমিশন।
আইনশৃঙ্খলা সমন্বয় সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, নির্বাচন সামনে রেখে গঠিত নির্বাচনকেন্দ্রিক সেল ও কমিটিগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে। মাঠপর্যায়ের তথ্য নিয়মিতভাবে নির্বাচন কমিশনকে জানানো এবং মনিটরিং জোরদার করাই সভার মূল উদ্দেশ্য ছিল।
সভায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধি, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, এনএসআই, ডিজিএফআই, এনটিএমসি ও অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি



