নির্বাচন সামনে রেখে দেশজুড়ে রেড-ইয়েলো-গ্রিন নিরাপত্তা কাঠামো
dailybangla
23rd Nov 2025 5:00 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা জোরদারে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন- এই তিনটি ঝুঁকিভিত্তিক জোনে ভাগ করার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন সচিব আখতার আহমেদ রবিবার সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি জোনে আলাদা নিরাপত্তা কৌশল প্রয়োগ করা হবে।
তিনি বলেন, কমনওয়েলথ নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার ধরন জানাতে বলেছে।
ইসি সূত্রে জানা যায়, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমদিকে ভোট আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও বিদেশি কূটনৈতিকদের সঙ্গে আলোচনা চলছে।
বিআলো/শিলি



