নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
এইচ আর হীরা, বরিশাল: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনর্গঠিত ও শক্তিশালী করা হয়েছে। তিনি বলেন, “দেশ এখন নির্বাচনী আবহে। জনগণ যদি ভোট দিতে আগ্রহী থাকে, তাহলে কোনো শক্তিই নির্বাচনের গতিকে থামিয়ে রাখতে পারবে না।”
রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে পুলিশ ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি “খুব ভালো বা খুব খারাপ নয়, তবে মোটামুটি সন্তোষজনক অবস্থায় রয়েছে।”
তার মতে, সুষ্ঠু নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল নয়—এতে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং জনগণের অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ।
সম্প্রতি নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক–শিক্ষার্থী সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, “উভয় পক্ষ শিগগিরই বসে সমাধানের উদ্যোগ নেবে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্কভাবে কাজ করবে।”
পরিদর্শন ও বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এবং পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। এ রায়কে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “রায় যাই হোক, তা আইনানুগভাবে কার্যকর করা হবে। সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠ প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মাঠ প্রশাসনকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিআলো/ইমরান



