নির্বাচনী আমেজ চাঁদপুরে, ৫ আসনে মনোনয়নপত্র নিলেন ৩৩ জন
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ৫টি সংসদীয় আসন থেকে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ৪ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) থেকে ৮ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) থেকে ৮ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) থেকে ৯ জন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল থেকে এ তথ্য পাওয়া গেছে। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ২৯ ডিসেম্বর। এই সময়ের মধ্যে আরও প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
মনোনয়নপত্র সংগ্রহ প্রক্রিয়া ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। চাঁদপুর-১ আসনে আ ন ম এহসানুল হক মিলন (বিএনপি), আনিসুর রহমান (খেলাফত মজলিস) ও মোশাররফ হোসেন (বিএনপি) মনোনয়নপত্র নিয়েছেন। চাঁদপুর-২ আসনে তানভীর হুদা (বিএনপি), আলহাজ্ব ড. জালাল উদ্দিন (বিএনপি), ফয়জুন নূর (স্বতন্ত্র) ও সরকার মাহবুব আহমেদ (স্বতন্ত্র) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি), তোফায়েল আহমেদ (খেলাফত মজলিস), জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন), জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), নুরুল ইসলাম (জাকের পার্টি) ও সেলিম আকবর (গণফোরাম) মনোনয়নপত্র নিয়েছেন। চাঁদপুর-৪ আসনে মোঃ আব্দুল হান্নান (বিএনপি), মকবুল হোসেন (ইসলামী আন্দোলন), আবুল কালাম আজাদ (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চাঁদপুর-৫ আসন থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র নেননি।
বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন— চাঁদপুর-১ আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-২ ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ লায়ন হারুন অর রশিদ এবং চাঁদপুর-৫ ইঞ্জিনিয়ার মমিনুল হক। তবে বাংলাদেশ জামায়েত ইসলামের কোনো প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই সাথে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। বাছাইয়ে বাদ পড়লে প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি ২০২৬।
পোস্টাল ব্যালট ও রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা ও সরকারি কর্মচারীরা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। প্রবাসী ভোটারদের জন্য ১৪৮টি দেশে পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে।
বিআলো/ইমরান



