• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পাদকদের সঙ্গে AFED-এর মতবিনিময় 

     dailybangla 
    22nd Jan 2026 1:00 am  |  অনলাইন সংস্করণ

    ৩ হাজার পর্যবেক্ষক নির্বাচনী মাঠে নামছে

    গণমাধ্যমের সঙ্গে সংলাপে নমুনাভিত্তিক পর্যবেক্ষণের রূপরেখা তুলে ধরল AFED

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষণে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম নেতৃবৃন্দের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর জোট অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (AFED)

    বৈঠকে নির্বাচন পর্যবেক্ষণের বৈজ্ঞানিক নমুনাভিত্তিক পদ্ধতি, গণমাধ্যমের ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

    সংসদীয় নির্বাচনে নমুনাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক এ গোলটেবিল আলোচনায় দেশের মূলধারার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্পাদকমণ্ডলী এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। আলোচনার মূল লক্ষ্য ছিল AFED-এর নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত অবহিত করা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পর্যবেক্ষণ পদ্ধতির ব্যাখ্যা প্রদান, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং গণমাধ্যমের কাছ থেকে গঠনমূলক মতামত গ্রহণ।

    গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য দেন AFED-এর কো-চেয়ার ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোখসানা খন্দকার। তিনি বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের ধারাবাহিক ইতিহাস তুলে ধরে বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে AFED দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি জানান, ৩০টি সদস্য সংগঠনের সমন্বয়ে গঠিত এই জোট একটি শক্তিশালী ও নিরপেক্ষ নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ নেটওয়ার্ক হিসেবে কাজ করছে।

    মূল প্রবন্ধ উপস্থাপন করেন AFED-এর সদস্য সচিব ও লাইট হাউসের নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ। তিনি জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের নীতিমালা অনুসরণ করে আসন্ন নির্বাচনে AFED একটি সমন্বিত নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করবে। নির্বাচন দিবসে প্রায় ৩ হাজার পর্যবেক্ষক মাঠে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ১৭৫ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক (LTO), পরিসংখ্যানভিত্তিক নমুনা পদ্ধতিতে নির্বাচিত ৯০০টি ভোটকেন্দ্রে ১,৮০০ জন পর্যবেক্ষক এবং ৮০০ জন পর্যবেক্ষক উচ্চঝুঁকিপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় নিয়োজিত থাকবেন।

    তিনি আরও বলেন, নমুনাভিত্তিক পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রমাণভিত্তিকভাবে মূল্যায়ন করা সম্ভব হবে, যা নির্বাচনী ফলাফল সম্পর্কে জনআস্থা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

    ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (EPD)-এর AHEAD বাংলাদেশ প্রকল্পের পরিচালক আনাস্তাসিয়া এস. উবাইওয়া বলেন, নমুনাভিত্তিক নির্বাচন পর্যবেক্ষণ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতি, যা একটি দেশের সামগ্রিক নির্বাচনী চিত্র তুলে ধরতে কার্যকর। তিনি জানান, নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ, ভোটার শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণ জোরদারে AHEAD বাংলাদেশ প্রকল্প কাজ করছে এবং AFED বর্তমানে বাংলাদেশে অন্যতম বৃহৎ নির্বাচন পর্যবেক্ষণ নেটওয়ার্ক।

    গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন—
    মো. শহিদুল ইসলাম, সম্পাদক মানবকণ্ঠ ও সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন;
    খুরশীদ আলম, নির্বাহী সম্পাদক জনকণ্ঠ ও সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন;
    ফারুক আহমেদ তালুকদার, সম্পাদক আজকালের খবর;
    মোস্তফা কামাল, সম্পাদক দৈনিক খবরের কাগজ;
    রিমন মাহফুজ, সম্পাদক সংবাদ প্রতিদিন;
    মফিজুর রহমান, সম্পাদক বাংলাদেশের আলো;
    আশরাফুল ইসলাম, নগর সম্পাদক নয়া দিগন্ত;
    নাজমুন নাহার মিলি, নিউজ এডিটর ৭১ টেলিভিশন;
    সালাহউদ্দিন আহমেদ, নিউজ এডিটর এসএ টিভি;
    এছাড়াও চ্যানেল ২৪, কালের কণ্ঠ, দ্য ডেইলি সান, এনটিভি, চ্যানেল আই, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

    মতবিনিময় পর্বে গণমাধ্যম প্রতিনিধিরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকার যৌক্তিকতা, ভোট গণনার সময় দলীয় এজেন্টের উপস্থিতি এবং পর্যবেক্ষকদের দায়িত্ব ও সীমাবদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন। প্যানেল সদস্যরা এসব প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দেন।

    বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অ্যাডভোকেট রোখসানা খন্দকার। সমাপনী বক্তব্য দেন AFED-এর কো-চেয়ার ও রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ

    উল্লেখ্য, AFED-এর ‘সম্পাদক ও গুরুত্বপূর্ণ গণমাধ্যমের সঙ্গে গোলটেবিল আলোচনা’ কার্যক্রমটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (EPD)-এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। আয়োজকেরা আশা প্রকাশ করেন, গণমাধ্যমের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের আস্থা পুনর্গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031