নিলামের লড়াই জিতে মোস্তাফিজকে দলে নিল কলকাতা
dailybangla
17th Dec 2025 6:54 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: আইপিএলের ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
ছোট নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর, যা তার আইপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে গিয়ে তিনি সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপি পেয়েছিলেন।
এবার তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তাকে নিয়ে চেন্নাই সুপার কিংস ও কলকাতার মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত কলকাতাই তাকে দলে ভেড়াতে সক্ষম হয়।
দলে যোগ দেওয়ার পর কেকেআরের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোস্তাফিজ বলেন, ‘কেকেআরের অংশ হতে পেরে আমি খুব খুশি। শিগগিরই সবার সঙ্গে দেখা হবে।’ তিনবারের চ্যাম্পিয়ন দলে তার অন্তর্ভুক্তি নতুন মৌসুমে বাড়তি প্রত্যাশা তৈরি করেছে।
বিআলো/শিলি



