• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল-পোস্টার! 

     dailybangla 
    02nd Feb 2025 7:39 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু: রাজশাহীতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

    গতকাল শনিবার রাত ১২টার দিকে নগরীর বারো রাস্তার মোড় এলাকা থেকে এ মিছিল বের করেন তাঁরা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    ভিডিওতে দেখা গেছে, রাজশাহী মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিলে ৯ জন নেতা-কর্মী অংশ নেন এবং সবার মুখ ঢাকা ছিল। এ ছাড়া একই রাতে নগরীর কয়েকটি এলাকায় ছাত্রলীগের পক্ষ থেকে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা পোস্টার সাঁটানো হয়েছে। তবে পুলিশ বলছে, নিষিদ্ধ ছাত্রলীগকে এ ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

    জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। দেশের প্রচলিত আইনে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে না। এ ধরনের কোনো কর্মসূচি পুলিশের চোখে পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

    এদিকে ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

    আজ (রোববার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মহানগরীর দড়িখরবনা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

    অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের কর্মসূচি চলবে। ছাত্রলীগের যেকোনো নৈরাজ্যমূলক কর্মসূচি প্রতিহত করা হবে। নিষিদ্ধঘোষিত এ সংগঠনটির কর্মসূচি স্বাধীন দেশের মাটিতে পালন করতে দেওয়া হবে না।’

    বক্তব্য দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, শাহদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাফি, রাজশাহী মহানগর যুবদল নেতা মারুফ হোসেন জীবন প্রমুখ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930