• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নীলফামারীতে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত 

     dailybangla 
    31st Oct 2025 5:32 pm  |  অনলাইন সংস্করণ

    নাজমুল হুদা, নীলফামারী: কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নীলফামারী জেলার উদ্যোগে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জেলা শহরের জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও ডিমলা সরকারি রানী বৃন্দারানী স্কুল কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির চার হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

    সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়। পরীক্ষাকেন্দ্রে আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকরা এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগকে প্রশংসা করেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পড়ালেখায় তাদের উৎসাহ বাড়ায়।

    পরে পরীক্ষা কেন্দ্রসমূহ ঘুরে দেখেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উপদেষ্টা মোখলেছুর রহমান মাস্টার, নীলফামারী জেলা চেয়ারম্যান তাজামুল হাসান সাগর, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক জেলা চেয়ারম্যান আলহাজ্ব কামারুজ্জামান, সাব্বির আহমেদ এবং জলঢাকা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদসহ অন্যান্য অতিথিরা।

    পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031