নীলফামারীতে খাস জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
নাজমুল হুদা, নীলফামারী : নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখল, বিক্রি ও অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (১২ জানুয়ারি) সকালে নীলফামারী চৌরঙ্গী মোড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে গণস্বাক্ষর গ্রহণ করা হয় এবং স্মারকলিপি প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের পূর্ব পাশে অবস্থিত সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দ্বারা অবৈধভাবে দখল, বিক্রি ও স্থাপনা নির্মাণের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ করা হচ্ছে।
এসব অনিয়মের বিষয়টি একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও এখন পর্যন্ত কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বক্তারা বলেন, ব্রোথনাথ রায়ের পুত্র জয়ন্ত রায় গত বছরের ২১ ডিসেম্বর সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেন। জয়ন্ত রায় প্রায় চার বছর পূর্বে একই এলাকায় আনুমানিক চার শতক সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে তিনটি পাকা দোকানঘর নির্মাণ করেন যা এখনো বহাল রয়েছে। নিজস্ব প্রায় ৩০ বিঘা জমি থাকা সত্ত্বেও তিনি সরকারি জমি দখল করে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া বক্তারা বলেন, একই এলাকার মো. আফজাল হোসেন আনুমানিক ২০০ মিটার সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে একটি দোকান মার্কেট নির্মাণ করেছেন। যেখানে বর্তমানে ৮টি দোকানঘর রয়েছে। শুধু তাই নয় এছাড়া তিনি অবৈধভাবে দখলকৃত সরকারি জমি ৫ জনের কাছে বিক্রি করেছেন। যা সরাসরি রাষ্ট্রীয় সম্পত্তির অবৈধ হস্তান্তরের শামিল। এসময় বক্তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে যদি প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সংবাদ সম্মেলনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিআলো/আমিনা



