নীলফামারীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নাজমুল হুদা, নীলফামারী : নীলফামারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী নীলফামারী সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর, স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী জেলা তথ্য অফিসার মো. বায়েজীদ হোসেন।
এ কর্মশালায় অংশগ্রহণ করেন নীলফামারী প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, সহ সভাপতি হামিদুল্লাহ সরকার, নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি নাজমুল হুদা, যুগান্তরের জেলা প্রতিনিধি মোস্তফা আবিদসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ৫০ জন সংবাদকর্মী। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল সংবাদকর্মীদের সনদপত্র প্রদান করেন।
বিআলো/আমিনা



