নীলফামারীতে হঠাৎ শীতের দাপট, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
নিজস্ব প্রতিবেদক: উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ করেই তীব্র শীতের প্রকোপ বেড়েছে। কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে, বিপাকে পড়েছেন বিশেষ করে নিম্ন আয়ের ও অসহায় মানুষজন।
তীব্র শীতের কারণে নীলফামারীতে মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চল ও নদীবিধৌত এলাকার বাসিন্দারা। সরকারি ও বেসরকারি পর্যায়ে এখনো শীতবস্ত্র বিতরণ শুরু না হওয়ায় চরম কষ্টে দিন কাটাচ্ছেন তারা।
অনেক দরিদ্র মানুষ পুরোনো কাপড়ের দোকানে ছুটলেও দাম বেশি হওয়ায় প্রয়োজনীয় গরম পোশাক কিনতে পারছেন না। গবাদিপশু রক্ষায় কেউ গরুর গায়ে চটের বস্তা, কেউ ছাগলের গায়ে পুরোনো সোয়েটার পরাচ্ছেন। শীত নিবারণে অনেকে আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন।
সৈয়দপুর আবহাওয়া অফিস জানায়, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী দিনে শীত আরও বাড়তে পারে। এদিকে শীতজনিত রোগে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বাড়ছে।
বিআলো/শিলি



