নুর আয়েশা খাঁন ফাউন্ডেশনে নতুন নেতৃত্ব: প্রধান সমন্বয়ক আমজাদ, উপ-প্রধান তাজবিদ
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়া উপজেলায় মানবিক সেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন নুর আয়েশা খাঁন ফাউন্ডেশনের ২৬ সদস্যের নতুন কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। গত রোববার (১৬ নভেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. ইসমাইল খাঁন এবং প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনটি পেকুয়ায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা ক্যাম্প, শিক্ষাসহায়তা, ত্রাণ কার্যক্রম, রক্তদাতা নেটওয়ার্ক গঠন, সামাজিক সচেতনতা কর্মসূচিসহ নানামুখী মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় সংগঠনটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।
২০২৬ লক্ষ্য সামনে রেখে নতুন পরিকল্পনা
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর ফাউন্ডেশনের কর্মপরিধি আরও বিস্তারের লক্ষ্যে বেশ কয়েকটি অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে-পেকুয়া জুড়ে রক্তদাতা নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ডাটাবেজ হালনাগাদ, অসহায় শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী, বৃত্তি ও ক্যারিয়ার পরামর্শসেবা বৃদ্ধি, দরিদ্র পরিবারগুলোর জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, স্থানীয় যুবসমাজ ও প্রবাসীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবিলা ও জরুরি ত্রাণ কার্যক্রমে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, স্কুল-কলেজে সচেতনতামূলক ক্যাম্প এবং শিক্ষাবৃত্তি চালু, রক্ত সঙ্কট নিরসনে আধুনিক ‘হেল্পলাইন সার্ভিস’ চালু।
নেতৃবৃন্দের প্রতিক্রিয়া
কমিটি অনুমোদনের বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. ইসমাইল খাঁন বলেন, সৎ, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। শুধু সামাজিক সেবা নয়, পেকুয়ার টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সবার সহযোগিতায় মানবিক সেবার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।
প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক সৈয়দ মো. তৌহিদুল ইসলাম বলেন, বর্তমান প্রজন্মকে সমাজ উন্নয়ন ও মানবিক কাজে যুক্ত করা সময়ের দাবি। ফাউন্ডেশনের সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
নবনিযুক্ত প্রধান সমন্বয়ক আমজাদ হোছাইন বলেন, নুর আয়েশা খাঁন ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক সেবার ধারা বজায় রেখেছে। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় চ্যালেঞ্জও। আমরা চাই পেকুয়াকে মানবিক, শিক্ষাবান্ধব ও স্বাস্থ্যসচেতন একটি মডেল উপজেলায় রূপান্তর করতে। মানুষের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি, এই শক্তিকে সঙ্গে নিয়েই আমরা আরও বৃহৎ পরিসরে কাজ করবো।
বিআলো/এফএইচএস



