নেতানিয়াহুকে নিয়ে অসন্তোষ বাড়ছে ট্রাম্প শিবিরে
dailybangla
28th Dec 2025 11:12 am | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ক্রমেই হতাশ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের একটি বড় অংশ মনে করছে, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে শান্তিচুক্তির বাস্তবায়ন বিলম্বিত করছেন।
যদিও ট্রাম্প নিজে এখনো নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন, তবে হোয়াইট হাউস সূত্র বলছে, ট্রাম্পের উপদেষ্টা দলের সমর্থন কার্যত হারিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়েই মূলত এই টানাপোড়েন তৈরি হয়েছে।
বিআলো/শিলি



