• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নেত্রকোনায় বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প 

     dailybangla 
    08th Nov 2025 12:40 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

    শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

    ক্যাম্পের উদ্বোধন করেন ডা. আনোয়ারুল হক ও তার সহধর্মিণী ডা. লুৎফা হক। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. লুৎফা হক বলেন, মানবতার সেবায় আমাদের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পইন নভেম্বর মাসজুড়ে সদর ও বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলবে। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

    ক্যাম্পে প্রায় ছয় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসেবা পান। প্রায় ১৫ জন অভিজ্ঞ চিকিৎসক সারাদিন ধরে রোগীদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন।
    স্থানীয়রা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা বলেন, নিয়মিত এ ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প হলে গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না।

    নেত্রকোনা সদর হাসপাতালের অংশগ্রহণকারী চিকিৎসকরাও জানান, ডা. আনোয়ারুল হকের সহযোগিতায় নেওয়া এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

    ডা. আনোয়ারুল হক বলেন, ৭ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। এই দিন থেকেই আমরা ‘আর্ত মানবতার সেবায়’ ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু করেছি। মানবতার সেবা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি সবসময়ই গণমানুষের দল, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।

    তিনি আরও যোগ করেন, মেডিকেল জীবনের শুরু থেকেই আমি মানবসেবার কাজে যুক্ত ছিলাম। অতীতের দমন-পীড়নের কারণে সেই ধারাবাহিকতা বাধাগ্রস্ত হয়েছিল। এখন দেশ মুক্ত-তাই মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাব ইনশাআল্লাহ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930