নৈতিকতা শিক্ষায় মাদরাসার বিকল্প নেই: আইইউবির ভিসি ড. শামসুল আলম
নিজস্ব প্রতিবেদক: বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামী নৈতিকতার ঘাটতি স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শামসুল আলম। তিনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি কোরআন ও হাদিসভিত্তিক শিক্ষা ছাড়া প্রকৃত নৈতিক মানুষ গড়ে তোলা সম্ভব নয়। আর নৈতিকতা শিক্ষার জন্য মাদরাসা শিক্ষার কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কামরাঙ্গীরচর আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদরাসা কর্তৃক পরিচালিত আদর্শ নূরানী নাজেরা ও হিফজুল কুরআন বিভাগের উদ্যোগে আয়োজিত হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাদরাসার ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মো. শহীদুল্যার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের শৈশব থেকেই দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। কোরআন-হাদিসের শিক্ষা মানুষকে সৎ, দায়িত্বশীল ও মানবিক হিসেবে গড়ে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদরাসার মহাপরিচালক ও খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, ঢাকা মহানগর দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসাইন, মতিঝিল মেজবাহুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মহিউদ্দিন আহমেদ, আজিমপুর হাফেজ আব্দুর রাজ্জাক মাদরাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ট্রেইনার কারী সিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া, বিশিষ্ট সমাজসেবক হাজী গোলাম মোস্তফা, মুফতি আব্দুল কাদিরসহ স্থানীয় মসজিদের ইমাম ও খতিববৃন্দ।
অনুষ্ঠান শেষে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পুরো আয়োজনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
বিআলো/তুরাগ



